Home বানিয়াচং বানিয়াচংয়ে ৭০ পিছ ইয়াবাসহ যুবক আটক

বানিয়াচংয়ে ৭০ পিছ ইয়াবাসহ যুবক আটক

0
শেয়ার করুনঃ
নিজস্ব  প্রতিনিধি :     বানিয়াচঙ্গে পুলিশ ৭০ পিছ ইয়াবা ও একটি ডিসকভার মোটর সাইকেল (হবিগঞ্জ-ল-১১-১০১৩)সহ জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তার কাছ থেকে আটককৃত মোটর সাইকেলের মালিক উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের প্রবাসী তোতা মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৬)। গ্রেফতারকৃত জাহাঙ্গীর বড়বাজারের লিজা টেলিকমে মোবাইল ফোন মেইকার। পুলিশ জানায়, জাহাঙ্গীর দীর্ঘদিন যাবত মোবাইল ফোন মেরামতের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল।

গত বুধবার দিবাগত গভীর রাতে মোটর সাইকেল যোগে গ্যানিংগঞ্জবাজারে ইয়াবা বিক্রির খবর গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করেন। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে কোর্টে চালান করেন। এ বিষয়ে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

মন্তব্য করুন

Load More In বানিয়াচং