Home বানিয়াচং সুন্দর বানিয়াচং গড়তে আলেম উলামাদের ভূমিকা রাখতে হবে -এমপি মজিদ খান

সুন্দর বানিয়াচং গড়তে আলেম উলামাদের ভূমিকা রাখতে হবে -এমপি মজিদ খান

0
শেয়ার করুনঃ
 রায়হান উদ্দিন সুমন :    বানিয়াচং ও আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ খান বলেছেন, বানিয়াচং বিশ্বের বড় গ্রাম ও আলেম উলামাদের দেশ। এই দুই কারণে আমি সবচেয়ে বেশি গর্ববোধ করি। সামাজিক সম্প্রীতি রক্ষায় আলেম উলামাদের ভূমিকা প্রশংসনীয়। আন্তরিকতার  পরিবর্তে কিছু অসৎরূপী মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলে সাম্প্রদায়িক দাঁঙ্গা উস্কে দেয়। আমার বানিয়াচংয়ের আলেম সমাজ সাম্প্রদায়িক বিষয়ে যেন কোনো পত্রিকার শিরোনাম না হয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। 
মতবিনিময় সভায় এমপি মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ
আলেমরা সমাজের সম্মানি লোক। তাদের কথায় সমাজে প্রচন্ড প্রভাব পড়ে। তাই সুন্দর বানিয়াচং গড়ার জন্য মানুষকে নৈতিক শিক্ষায় উদ্ধুদ্ধ করতে আলেম উলামাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আলেম উলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বানিয়াচং উপজেলা কাজী সমিতি স্থানীয় আলেম উলামাদের নিয়ে ধর্মীয় সহনশীলতা-সম্প্রীতি ও বাল্যবিয়ে প্রতিরোধে এই মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময়ে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিনিধি, মসজিদের ইমাম, নিকাহ রেজিস্টারসহ আলেম উলামাদের শতাধিক প্রতিনিধি, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক মো. আশিকুল ইসলাম, মখলিছ মিয়া উপস্থিত ছিলেন।
 বানিয়াচং কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ, ওসি অমূল্য কুমার চৌধুরী, হবিগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা আবদুল জলিল ও সেক্রেটারি মাওলানা আবদুল মান্নান। এ সময় বক্তব্যে দেন মাওলানা আবদাল হুসেন খান, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা বশির আহমদ প্রমূখ।
শেয়ার করুনঃ

মন্তব্য করুন

Load More In বানিয়াচং