Home বানিয়াচং বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

0
শেয়ার করুনঃ
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে পঞ্চায়েতি জমির দখল নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা, সিলেট ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের কিছু পঞ্চায়েতি জমি রয়েছে। ওই জমির মালিকানা দাবি করেন গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দাল মিয়া। তার এ দাবির বিপক্ষে অবস্থান নেন আরেক আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান।

এ নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে দেনদরবার চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্ততি নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়।
 প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলাকালে গ্রামসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত সংঘর্ষে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে।

শেয়ার করুনঃ

মন্তব্য করুন

Load More In বানিয়াচং